কুতুবদিয়ায় শতবর্ষী চলাচলের রাস্তা প্রভাবশালীর দখলে, লোকজনের ভোগান্তি : আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ প্রশাসনের


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ন /
কুতুবদিয়ায় শতবর্ষী চলাচলের রাস্তা প্রভাবশালীর দখলে, লোকজনের ভোগান্তি : আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ প্রশাসনের

কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং এলাকায় শত বছরের চলাচলের রাস্তা দখল করে নিয়েছে তৎকালিন সরকার দল আওয়ামীলীগের মিজবাহ উদ্দিন নামে এক প্রভাবশালী। এতে চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়ছে ২৫ পরিবারের অন্তত দেড় শতাধিক মানুষ। এছাড়া সরকারী রাস্তায় নির্মাণ সামগ্রী পরিবহনেও বাধা দিচ্ছে ওই প্রভাবশালীর লোকজন। এনিয়ে ক্ষতিগ্রস্থ এলাকার লোকজন প্রতিবাদ করলে রাস্তা দখলবাজদের ভাড়াটে সন্ত্রাসীরা হামলাও চালায়। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) বরাবরে অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলা নিবার্হী কর্মকর্তা জানান কেউ জনগণের চলাচলের রাস্তা দখল করে ভোগান্তি সৃষ্টি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাটি ঘটেছে কুতুবদিয়ার উত্তর ধুরুং ইউনিয়নের ২নং ওয়ার্ড আনু বাপের পাড়া এলাকায়। রাস্তা দখল করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে ওই এলাকার মৃত মহিবুল্লাহ চৌধুরীর ছেলে প্রভাবশালী মিজবাহ উদ্দিন ও তার লোকজন।
ভুক্তভোগীদের দেওয়া তথ্যে জানা যায়, আনু বাপের পাড়ার প্রায় ২৫ পরিবারের দেড় শতাধিক লোকজনের চলাচলের একমাত্র মাধ্যম মৃত আবদুস সাত্তারের পুর্ব পুকুর পাড়ের রাস্তা। সম্প্রতি শতবছরের ওই রাস্তাটি দখল করে বসে স্থানীয় প্রভাবশালী মিজবাহ উদ্দিনের ভাড়াটিয়া লোকজন। এতে যাতায়তে সৃষ্টি হয়েছে চরম ভোগান্তি।
ভোক্তভ‚গী মৃত আবদুস সাত্তারের ছেলে জাফর আলম বলেন, ‘আমার বাবা মৃত আবদুস সাত্তার মৌসুম ভিত্তিক মজুরীতে কাজ করতে ইবনে আমিনের বাসায়। পরে দুই’শ আড়ি ধানের বিনিময়ে আমার বাবা রাস্তাটি কিনে নেন। ইবনে আমিন এবং তার সন্তান মহিবুল্লাহ চৌধুরী বেঁচে থাকা পর্যন্ত আমরা নির্বিঘেœ হাঁটাচলা করি। প্রায় শত বছর পর ইবনে আমিনের নাতি মিজবাহ উদ্দিন দলীয় প্রভাব খাটিয়ে রাস্তাটি দখল করে নেয়। মিজবাহ উদ্দিনকে আমরা অনেক অনুরোধ করেছি রাস্তাটি ছেড়ে দেয়ার জন্য। প্রয়োজনে জমির মূল্য আবারো পরিশোধ করবো বলেছি। তারপরও সে পুকুর পাড় (চলাচলের রাস্তাটি) দখল ছাড়েনি।’
জাফর আলমের বড় ছেলে মনসুর আলম জানান, তিনি পেশাগত কারণে চট্টগ্রাম থাকেন। তার পরিবারে কথা বলার মত কেউ না থাকার সুবাদে মিজবাহ উদ্দিন পুকুর পাড় (চলাচলের রাস্তা) ভাড়াটিয়া সন্ত্রাসী দিয়ে দখল করে নেয় এবং সেটি তার মৎস্য ঘেরে সংযুক্ত করেন।
আরেক ভোক্তভ‚গী মনসুর আলম বলেন, ‘চলাচলের রাস্তার পাশে আমার মায়ের হাতে লাগানো দুটি বড় নারিকেল গাছ ছিল। মিজবাহ উদ্দিনের সন্ত্রাসীরা গাছ দুটো কেটে নিশ্চিহ্ন করে দেয়। যার প্রমান আমার কাছে আছে। তিনি আরো জানান, মিজবাহ উদ্দিন গং আজম রোড নির্মাণে সরকারী বরাদ্দের টাকা নিয়েছেন। এরপরও তারা রাস্তার অংশ বাদ দিয়ে জমি পরিমাপ করেছেন। যার ফলে সে আমাদের সীমানায় ঢুকে গেছে।

লাল চিহ্নিত অংশটি দখল করা হয়েছে।

অন্যদিকে শত বছর ধরে চলা সরকারী রাস্তায় উভয়পাশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট। তৎকালীন আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে শফিউল মোরশেদ ও মিজবাহ উদ্দিন গং রাস্তার খাস জমি দখল করে নেয়। কিছু অংশে দোকান ও কিছু অংশ মিজবাহ উদ্দিন মৎস ঘের করে দখল করে রেখেছে। ফলে মানুষের চলাচল ও মালামাল পরিবহনের চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।

এদিকে চলতি বছরের বর্ষায় রাস্তাটি চরম ক্ষতিগ্রস্থ হয়। ভুক্তভোগী মনসুর আলম রাস্তার সংস্কার করেই বাড়ি নির্মাণ সামগ্রী পরিবহন করছিল। ওই সময় সরকারী রাস্তা দিয়ে মালামাল পরিবহনে বাধা সৃষ্টি করে মিজবাহ উদ্দিনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা। এনিয়ে বাকবিতন্ডা হলে মৃত আবু তাহেরের ছেলে মনছুর আলম, আমি হোছাইনের ছেলে জকির আলম, মনছুল আলমের মেয়ে খুশিদা বেগম মনসুর আলমের ঘরে ঢুকে তাকে আক্রমণ করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

এনিয়ে ভুক্তভোগী মনসুর আলম উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুতুবদিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
এই প্রসঙ্গে জানতে মিজবাহ উদ্দিনকে একাদিকবার ফোন করা হলেও তিনি কোন সাড়া না দেওয়ায় কথা বলা যায়নি।
এই প্রসঙ্গে স্থানীয় চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, বিষয়টি তিনি অবগত। ওই এলাকার এক প্রভাবশালীর নেতৃত্বে গায়ের জোরে শতবছরের যাতায়তের রাস্তা দখল করে নিচ্ছে। এখন আর কেউ চাইলেই অন্যায় ভাই আরেক জনের চলাচলের রাস্তা দখল করে নিতে পারেনা। এই অবৈধ রাস্তা দখল দ্রæত সময়ের মধ্যে মুক্ত করা হবে।

কেটে ফেলার আগে দুটি নারিকেল গাছ ছিল।

এই প্রসঙ্গে জানতে কুতুবদিয়া উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকতা মোহাম্মদ শাহাদাত হোসেন জানান, ‘অভিযোগটি লিখিত আকারে জানানো হলে আইনানুগ ব্যবস্তা গ্রহণ করা হবে। কেউ অবৈধভাবে রাস্তা দখল করে জনগণের চলাচলে দূর্ভোগ সৃষ্টি করবে তা কোনভাবে মেনে নেওয়া যাবেনা।
সচেতন মহলও একইভাবে বলছেন অবৈধভাবে দখল হওয়া সড়কটি দ্রæত সময়ের মধ্যে দখলমুক্ত করে জনজীবনে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আসা হোক।
//