কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কিশোরের মৃত্যু


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ২৬, ২০২৪, ৮:১৮ পূর্বাহ্ন /
কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে কিশোরের মৃত্যু

তারেকুর রহমান :

কক্সবাজার সমুদ্রে গোসল করার সময় পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিহত মাহামুদ (১৬) কক্সবাজার সদরের বাংলাবাজার উত্তর দিকপাড়ার দিদারুল আলমের ছেলে।

সৈকতে দায়িত্বরত বিচকর্মীর সহকারী সুপারভাইজার বেলাল হোসেন বলেন, মাহমুদসহ ছয় জন সুগন্ধা পয়েন্টে নেমে সমুদ্রে গোসল করছিল। এসময় মাহামুদ অসুস্থ হয়ে পড়ে। লাইফগার্ড কর্মীরা দ্রুত সাগরে নেমে তাকে উদ্ধার করে।

তিনি আরও বলেন, তাকে উদ্ধার করে জেলা প্রশাসনের অ্যাম্বুলেন্সে করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক মাহামুদকে মৃত ঘোষণা করেন।

//