ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ২৮, ২০২৪, ৯:৩৩ পূর্বাহ্ন /
ঢাকায় অপহৃত স্কুলছাত্রী কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১

তারেকুর রহমান :

রাজধানী ঢাকায় অপহৃত এক স্কুলছাত্রীকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে র‍্যাব। এ সময় অপহরণকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল রাতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আলীম মির্জা শান্ত (৩২) বরিশাল জেলার মুলাদীর বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।

মো. কামরুজ্জামান বলেন, ওই স্কুলছাত্রী ঢাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। গত ২৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাসা থেকে বের হলে মির্জা শান্তসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জন তাকে অপহরণ করেন।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে ভুক্তভোগী কিশোরীকে উদ্ধারে অভিযানে নামে র‌্যাব। রোববার রাতে লাইট হাউজ পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়।

//