কক্সবাজার সরকারি কলেজের নতুন মনোগ্রাম উন্মোচন


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ৩০, ২০২৪, ১০:০৩ পূর্বাহ্ন /
কক্সবাজার সরকারি কলেজের নতুন মনোগ্রাম উন্মোচন

কক্সবাজার রিপোর্ট :

আগের মনোগ্রাম বাদ দিয়ে নতুন মনোগ্রাম উন্মোচন করেছে কক্সবাজার সরকারি কলেজ। তবে আগেরটির কিছু অংশ বাদ দিয়ে অনেকাংশ ঠিক রেখেই নতুন মনোগ্রামটি উন্মোচন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) কলেজের সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় নতুন মনোগ্রামের বিবরণ দেয়া হয়।

 

কলেজের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতার স্ট্যাটাসটি নিম্নে হুবহু তুলে ধরা হলো-

মনোগ্রাম বিবরণ:

i) ২১ টি তারা (একুশে ফেব্রুয়ারী- মহান স্বাধীনতা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে বোঝায়)

ii) কলেজের নাম (কক্সবাজার সরকারি কলেজ)

iii) পবিত্র কোরআনের সূরা বাকারা, আয়াত- ২৫৭ (অর্থ- আঁধার ছেড়ে আলোর দিকে আহ্বান)

iv) বই, খাতা ও কলম (জ্ঞান অন্বেষণের প্রতীক)

v) উদীয়মান সূর্য (জ্ঞান অন্বেষণের মাধ্যমে আলো ছড়ানো বা জ্ঞানের আলো বিতরণ বোঝায়)

vi) সাগর (কক্সবাজারের ইতিহাস ও ঐতিহ্যের ধারক)

রাশেদ/টিআর