টেকনাফে রোহিঙ্গাসহ ৯ জন অপহরণ


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ২, ২০২৪, ২:২৮ অপরাহ্ন /
টেকনাফে রোহিঙ্গাসহ ৯ জন অপহরণ
কক্সবাজার রিপোর্ট :
টেকনাফে ২ রোহিঙ্গাসহ ৯ জন অপহরণের অভিযোগ ওঠেছে । অপহৃতদের মধ্যে ৭ জন স্থানীয় কৃষক ও ২ জন রোহিঙ্গা।
শনিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়ার করাচি পাড়া পাহাড়ি এলাকা থেকে তাদের অপহরণ করা হয় বলে জানিয়েছেন স্থানীয়রা।
অপহৃতরা হলেন, ওই এলাকার নুরুল ইসলামের ছেলে আনোয়ার, বাঁচা মিয়ার ছেলে গিয়াস উদ্দিন, জালাল আহমদের ছেলে বেলাল উদ্দিন, আবুল হোছনের ছেলে আবু বকর, নুরুল আলমের ছেলে মুহাম্মদ আলম, আজিজুর রহমানের ছেলে কফিল উদ্দিন ও নুরুল হোছন। তবে তাৎক্ষণিক অপহৃত দুই রোহিঙ্গার নাম ও পরিচয় মেলেনি।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ আনোয়রী বলেন, স্থানীয় ৭ জন কৃষক অপহরণ হয়েছে বলে শুনেছি। পাহাড়ের পাদদেশে ক্ষেত খামারে কাজ করার সময় তাদেরকে অপহরণকারীরা ধরে নিয়ে যায়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন বলেন, অপহরণের ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। তবে খবরটি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
//টিআর