কক্সবাজারে ১ মেট্রিক টন পলিথিন জব্দ, জরিমানা


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৪, ৬:৩০ অপরাহ্ন /
কক্সবাজারে ১ মেট্রিক টন পলিথিন জব্দ, জরিমানা

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজার শহরের বাণিজ্যিক এলাকা বাজারঘাটায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত এক মেট্রিকটন পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় এ অভিযান চালানো হয়।

কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে চালানো অভিযানে চারটি দোকানের মালিককে অবৈধ পলিথিন রাখার দায়ে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জরিমানার শিকার চার ব্যবসায়ী হলেন, কেনাকাটা স্টোরের মালিক মো. জিসান, মা পারফিউমার স্টোরের মালিক মো. ওসমান, আলহামদুলিল্লাহ স্টোরের মালিক মো. সিরাজ এবং সিরমা পারফিউমার স্টোরের মালিক জসিম উদ্দিন।

অভিযানে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

//টিআর