চকরিয়ায় জাতীয় উদ্যানের লেকে মিলেছে অজ্ঞাত মরদেহ


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২৪, ৩:৪৭ অপরাহ্ন /
চকরিয়ায় জাতীয় উদ্যানের লেকে মিলেছে অজ্ঞাত মরদেহ

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের চকরিয়ায় সংরক্ষিত বনের লেক থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান, চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া।

মৃত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও তার আনুমানিক বয়স ৭০ বছর বলে জানান তিনি।

ওসি মনজুর কাদের ভুঁইয়া বলেন, বিকেলে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের গহীনে হাতির ডেরা নামক এলাকায় লেকের পানিতে স্থানীয় রাখাল বালকেরা এক ব্যক্তির মৃতদেহ দেখতে পায়। পরে তারা বিষয়টি বনবিভাগের লোকজনকে জানায়। বনবিভাগের সংশ্লিষ্টরা বিষয়টি অবহিত করলে পুলিশ পৌঁছে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার করেছে। মৃতের শরীরে বুকে চাপা আঘাতের চিহ্ন রয়েছে। শরীর ফুলে ফেঁপে যাওয়ায় অন্তত ২/৩ দিন আগে লোকটির মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। মৃতের পরনে পায়জামা ও পাঞ্জাবী রয়েছে।

ওসি মনজুর কাদের আরও বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, এলাকাটিতে যেহেতু বন্যহাতির বিচরণ রয়েছে; এতে তাদের ধারণা হাতির আক্রমণে লোকটির মৃত্যু হয়ে থাকতে পারে। মৃতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

//টিআর