নেশন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়ায় তারা পোল্যান্ডকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে।
সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৫৯ মিনিটে শুরুর গোলটি এনে দেন রাফায়েল লিয়াও। ৭২ মিনিটে পোল্যান্ডের হ্যান্ডবলে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান রোনালদো। স্বাগতিকরা তার পর ৮ মিনিটের ব্যবধানে আরও তিনটি গোল করেছে। যার প্রথমটি করেন ব্রুনো ফার্নান্দেস। পরের দুটি করেছেন পেদ্রো নেতো ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৮৭ মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলটি ছিল দর্শনীয় বাইসাইকেল কিকে। যা ছিল জাতীয় দলের হয়ে তার ১৩৫তম। তার পর ৮৮ মিনিটে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোলটি বদলি হয়ে নামা ডমিনিক মার্সজুক।
টুর্নামেন্টে অপরাজিত ও ২০১৯ সালের বিজয়ী পর্তুগাল ‘এ’ লিগের গ্রুপ ১- এ ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে। তাছাড়া টানা চতুর্থবার শীর্ষ দুইয়ে থাকা নিশ্চিত করেছে।
গোলশূন্য থাকা প্রথমার্ধে পর্তুগালকে বেশ সংগ্রাম করতে হয়েছে। পোল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা রবের্ত লেভানডোভস্কি চোটের কারণে না থাকার পরেও তারা পর্তুগিজদের রক্ষণে ত্রাস ছড়িয়েছে। বিরতির আগে লক্ষ্য বরাবর নিয়েছে ৩টি শট। অথচ স্বাগতিকদের এই অর্ধে ছিল না একটিও! ১২ মিনিটেই বেরেজিনস্কি প্রথম গোলের দেখা পেতে যাচ্ছিলেন। পর্তুগিজ গোলকিপার ডিয়েগো কস্তা নির্ধারিত স্থানে থাকায় ধরে ফেলেন তার হেড।
//
আপনার মতামত লিখুন :