বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ১১, ২০২৪, ১০:৪১ পূর্বাহ্ন /
বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিসিবির এক সূত্র জানিয়েছে, আজ ১১ বুধবার সেপ্টেম্বর বিসিবিতে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। সাবেক বোর্ড প্রধানের পদত্যাগের পর বেশ কয়েকজন পরিচালকও পদত্যাগ বা মিটিংয়ে অনুপস্থিতি সংক্রান্ত কারণে বোর্ড থেকে সরে গিয়েছিলেন। এর পর বোর্ডে একটা স্থিতাবস্থা এসেছিল। এরমধ্যেই সুজনের এভাবে পদত্যাগ চমক সৃষ্টি করেছে।

বহুদিন ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন। একজন ব্যক্তি একসঙ্গে এতগুলো দায়িত্ব কীভাবে পালন করছেন, এনিয়ে নানা সময়ে আলোচনা হতো। সর্বশেষ গেম ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ক্রিকেট অপারেশন্স কমিটির সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তবে কোচ নিয়োগের ব্যাপার আগে জানতে না পারায়, এই পদে তাঁর ভূমিকা কী, এমন প্রশ্নও তুলেছিলেন একবার।

বিসিবি পরিচালকের পদে থাকার সময়ে জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন সুজন। বিভিন্ন সময় টিম ডিরেক্টর, অন্তর্বর্তীকালীন কোচ, টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি।

পরিচালকের পদ থেকে এর আগে পদত্যাগ করেছেন জালাল ইউনুস, আহমেদ সাজ্জাদুল আলম, শফিউল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়। এদিকে বোর্ড সভাপতির পদ থেকে সরে গেলো পরিচালকের পদ ধরে রেখেছেন নাজমুল হাসান। সূত্র: ইন্ডিপেনডেন্ট নিউজ

/টিআর