প্রস্তুতি ম‌্যাচে নজর কাড়লেন হাসান


Coxsbazarreport.com প্রকাশের সময় : নভেম্বর ১৯, ২০২৪, ৫:১৪ পূর্বাহ্ন /
প্রস্তুতি ম‌্যাচে নজর কাড়লেন হাসান

ডেস্ক নিউজ :

তাইজুল ইসলাম ছিলেন। তবুও বাড়তি একজন বাঁহাতি স্পিনার স্কোয়াড রেখেছেন নির্বাচকরা। হাসান মুরাদকে দল উড়িয়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এখনও টেস্ট ক‌্যাপ না পাওয়া হাসান দুদিনের প্রস্তুতি ম‌্যাচে আঁটসাঁট বোলিংয়ে নজর কেড়েছেন ।

ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে ১.৪ ওভারে মাত্র ১ রানে ৩ উইকেট নেন হাসান। বাংলাদেশের সামগ্রিক বোলিংও ভালো হয়েছে। কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বৃষ্টির বাগড়ার দিনে মাত্র ২৭.৪ ওভার খেলার সুযোগ হয়। ৯ উইকেটে ৮৭ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশ। বাংলাদেশের পেসারদের মধ‌্যে হাসান মাহমুদ ৬, নাহিদ রানা ৭, তাসকিন আহমেদ ৫ ও শরিফুল ইসলাম ৩ ওভার হাত ঘুরানোর সুযোগ হয়। নতুন বলে হাসান ও নাহিদ বোলিং করেন। বল একটু পুরোনো হওয়ার পর তাসকিন ও শরিফুল আক্রমণ আসেন। তাদের প্রস্তুতিটাও ভালো হয়েছে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছেন দারুণভাবে। হাসান ও তাসকিন ২টি করে এবং শরিফুল ১ উইকেট পেয়েছেন। স্পিনে তাইজুল ৪, হাসান মুরাদ ১.৪ ও মিরাজ ১ ওভার করেছেন। তাইজুল উইকেট না পেলেও সাফল‌্য এসেছে হাসান মুরাদ ও মিরাজেরি। দুদিনের প্রস্তুতি ম‌্যাচে প্রাপ্তি খুব বেশি একটা হয়নি বাংলাদেশের। ব‌্যাটিংয়ে টপ অর্ডারে রান আসেনি। যা উদ্বেগের। মিডল অর্ডারে হাল ধরার মতো ব‌্যাটসম‌্যান পাওয়া গেছে। বোলিংয়ে নতুন বলে আরো আক্রমণত্মক বোলিংয়ের চাহিদা রয়েছে। মূল ম‌্যাচে কেমন করে সেটাই দেকার।   আগামী ২২ নভেম্বর অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু দুই ম্যাচের সিরিজ। দ্বিতীয় টেস্ট কিংস্টনে, শুরু ৩০ নভেম্বর । এই ম্যাচ দিয়ে তিন বছরের বেশি সময় পর টেস্ট ক্রিকেট ফিরবে সাবিনা পার্কে ।

//টিআর