কক্সবাজার রিপোর্ট :
সরকারের সাবেক সচিব এ.এম.এম নাসির উদ্দীন-কে দেশের প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ.এম.এম নাসির উদ্দীন-কে এ নিয়োগ প্রদানের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে এ.এম.এম নাসির উদ্দীন-কে দেশের প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ প্রদান করেন। নতুন প্রধান নির্বাচন কমিশনার পদে নিয়োগ পাওয়া এ.এম.এম নাসির উদ্দীন কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার বাসিন্দা।
অনুরূপভাবে একইদিন মন্ত্রীপরিষদ সচিব ড. শেখ আবদুর রশিদ স্বাক্ষরিত পৃথক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছেন। তারা হলেন- সরকারের সাবেক অতিরিক্ত সচিব মোঃ আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা ও দায়রা জজ আবদুর রহমান মাসুদ, সরকারের সাবেক যুগ্মসচিব তাহমিদা আহমদ ও ব্রিগেডিয়ার জেনারেল (অব:) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
//টিআর
আপনার মতামত লিখুন :