কক্সবাজার রিপোর্ট :
শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্টে থাকে হতদরিদ্র ও দিনমজুর শ্রেণীর লোকজন। যারা অর্থ অভাবে গরম কাপড় বা কম্বল কিনতে পারেননা। আর এই হতদরিদ্রদের জন্য ৪’শ কম্বল নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারী উন্নয়ন মূলক সংস্থা আশা’।
বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে হতদরিদ্র লোকজনের জন্য ৪’শ কম্বল হস্তান্তর করা হয় জেলা প্রশাসক সালাহউদ্দিন আহমেদের কাছে।
আশা’র কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: কপিল উদ্দিন মাহমুদ জানান, আশা বিশ্বের সর্ব বৃহৎ আত্ম-নির্ভরশীল একটি ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান। যা সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। সারা বছর ব্যাপী আশা বিভিন্ন সামাজিক সেবা মূলক কর্মসূচী পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় এই বছরও প্রতিটি জেলায় দু:স্থ ও শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তারই অংশ হিসাবে আশা’ কক্সবাজার জেলা কর্তৃক ৪’শ কম্বল জেলা প্রশাসক কক্সবাজার এর নিকট হস্তান্তর করেন। হস্তান্তর করার সময় জেলা প্রশাসক কয়েকজন অন্ধ ভিক্ষুক ও দু:স্থ মহিলার মাঝে নিজ হাতে কম্বল বিতরণ করেন। জেলা প্রশাসক আশা’র এইরকম সামাজিক সেবামূলক কাজের ভুয়শী প্রশংসা করেন। এ ধরণের সামাজিক ও সেবামুলক কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন। এ সময় উপস্থিত ছিলেন আশা কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: কপিল উদ্দিন মাহমুদ, মো: কামাল হোসাইন রিজিওনাল ম্যানেজার আশা কক্সবাজার সদর অঞ্চল, টিটন চৌধুরী সিনিয়র ব্রাঞ্চ আশা-কক্সবাজার সদর-১ ব্রাঞ্চ, মাখন কান্তি সুশীল সাপোর্ট ইঞ্জিনিয়ার আশা কক্সবাজার জেলা ও জেলা প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ।
হিরু/টিআর
আপনার মতামত লিখুন :