কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মৃত্যু


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ২৪, ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন /
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ২ শিশুর মৃত্যু

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে। এসময় অসংখ্য ঘর আগুনে পুড়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে লাম্বালিয়া ১-ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভারে নিহতদের পরিচয় ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

উখিয়া থানার ওসি আরিফ হোসেন জানান, আগুনে অসংখ্য বসতঘর গেছে। দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, গত ৫ মার্চ উখিয়ার ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

//টিআর