কোয়ালিটি কারাতে খেলোয়াড় তৈরীতে বাংলাদেশের পাশে রয়েছে জাপান: কক্সবাজারে বিখ্যাত জাপানি কোর্স ‘মাসাও কাগাওয়া’


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ২৫, ২০২৪, ৭:৫০ পূর্বাহ্ন /
কোয়ালিটি কারাতে খেলোয়াড় তৈরীতে বাংলাদেশের পাশে রয়েছে জাপান: কক্সবাজারে বিখ্যাত জাপানি কোর্স ‘মাসাও কাগাওয়া’

ওমর ফারুক হিরু:

কক্সবাজারে অবস্থান করছেন পৃথিবী বিখ্যাত জাপানের কারাতে কোচ ‘সুসিকি সিহান মাসাও কাগাওয়া’। তিনি কক্সবাজার ইনডোর স্টেডিয়ামে চট্টগ্রাম-কক্সবাজারের প্রায় ৩ শতাধিক কারাতে খেলোয়াড়দের নিয়ে ৩ দিনের প্রশিক্ষণ শুরু করেছেন।
জাপান কারাতে সুতো ফেডারেশন চট্টগ্রাম শাখা মঙ্গলবার থেকে এই কারাতে প্রশিক্ষণের আয়োজন করেন।
এতে শুভেচ্ছা বক্তব্যে জাপানী কারাতে কোচ মাসাও কাগাওয়া বলেন, তিনি প্রথমবার বাংলাদেশে এসেছেন। জাপান-বাংলাদেশ ভালো বন্ধু। বাংলাদেশে কোয়ালিটি কারাতে খেলোয়াড় তৈরীতে জাপান কারাতে সুতো ফেডারেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, দেশীয় কারাতের প্রতিযোগিতায় কক্সবাজারের ছেলে-মেয়েদের সফলতা দেখার মতো। দেশে কারাতে খেলোয়াড় তৈরীতে সহযোগিতার জন্য জাপানের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ামিন হোসেন, কক্সবাজার নৌবাহিনীর কমান্ডার এম হাবিবুল মাওলা, কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈনুদ্দিন মিল্কি, হারুনর রশিদ, বাংলাদেশ কারাতে ফেডারেশনের জাতীয় প্রশিক্ষক সিহান কিতা মুরা, কারাতে কোচ থিং মং রাখাইন, সাফ গেমস স্বর্ণ পদক বিজয়ী জয়’ই প্রু, কক্সবাজার জেকেএস কোচ আইমান, আরাফাত ও সরওয়ার রোমন।

//টিআর