পথশিশুদের জন্য শিল্প ও বাণিজ্য মেলায় ব্যতিক্রম উদ্যোগ: হাসি ফুটলো কোমলমতি শিশুমুখে


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৪, ৫:২৩ পূর্বাহ্ন /
পথশিশুদের জন্য শিল্প ও বাণিজ্য মেলায় ব্যতিক্রম উদ্যোগ: হাসি ফুটলো কোমলমতি শিশুমুখে

ওমর ফারুক হিরু :

শিল্প ও বানিজ্য মেলা মানেই শিশুদের কাছে বাড়তি আনন্দের। শিশুরা পরিবারের লোকজনের সাথে মেলায় এসে বিভিন্ন গেইমে অংশগ্রহণ ও খাওয়াসহ ঘুরাঘুরির মধ্য দিয়ে আনন্দ করে। কিন্তু অভিভাবকহীন সুবিধা বঞ্চিত পথশিশুরা বরাবরই এই সুযোগ থেকে বঞ্চিত। টাকা’র অভাবে তারা চাইলেও অন্য শিশুদের মত মেলায় প্রবেশ করতে পারেনা। তাদের বয়সী শিশুরা যখন মেলায় আনন্দ করে তখন এই সুবিধা-বঞ্চিত শিশুরা দুর থেকে তাকিয়ে থাকে আর মলিন চেহেরায় দীর্ঘশ্বাস  ফেলে।
এদিকে সুবিধাবঞ্চিত শিশুদের মন ভাল করতে এবার শিল্প ও বানিজ্য মেলার আয়োজকবৃন্দ নিয়েছে ভিন্ন এক উদ্যোগ। বিনামূল্যে অর্ধশত শিশুদের মেলায় প্রবেশের পাশাপাশি বিভিন্ন গেইমে অংশগ্রহনের সুযোগ করে দিয়েছে। এতে মহা খুশি এই শিশুরা।
পথশিশুদের মধ্যে সাইফুল ইসলাম নামে এক একজন জানায়, ‘যখন থেকে মেলা শুরু হয়েছে। তখন থেকে মেলায় আসতে মন চাইছে। কিন্তু টাকা না থাকায় আসতে পারিনি। আজ মেলায় আসতে পেরে খুবই ভাল লাগছে। নৌকায় চড়েছি, নাগরদোলা চড়েছি আর ভ‚তের বাড়িতে গিয়েছি। ইচ্ছেমত নাচ-গান করেছি। সবগুলোতে খুবই মজা পেয়েছি।’
আতিক নামে আরেক পথশিশু জানায়, ‘আমার বয়স যখন ৬ বছর ছিল তখন বাবার সাথে একবার মেলায় গিয়েছিলাম। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আর কখনো মেলায় যেতে পারিনি। যেখানে রাস্তায় থেকে ঠিকমত খাবারের টাকা জুটে না সেখানে কিভাবে মেলায় আসব। আজ মেলায় আসতে পেরে খুব ভাল লাগছে।’
পথশিশু মারুফ জানান, ‘যখন আমাদের বয়সী ছেলে-মেয়েরা মেলায় যায়। তখন খুব ইচ্ছে করে তাদের মত মেলায় যেতে। কিন্তু পকেটে টাকা না থাকায় ঢুকতে পারিনা। আজ মেলায় ঢুকে অনেক মজা করেছি। ইচ্ছেমত নাচ করেছি। যারা আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ।
এই প্রসঙ্গে কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলার কর্তৃপক্ষের প্রধান সমন্বয়কের মধ্যে মোহাম্মদ সরওয়ার জানান, কক্সবাজার শিল্প ও বাণিজ্য মেলাও সাজানো হয়েছে শিশু বান্ধব করে। মেলায় সবচেয়ে বেশি মজা করে শিশুরা। কিন্তু শহরের সুবিধা বঞ্চিত শিশুরা চাইলেও সেই সুযোগ পায়না। তাই এই শিশুদের আনন্দের কথা মাথায় রেখে তাদের খুশি করতে এবারে মেলা কর্তৃপক্ষ উদ্যোগ নিয়েছে এই উদ্যোগ নিয়েছে। এই শিশুদের বিনামূল্যে মেলায় প্রবেশের পাশাপাশি বিভিন্ন গেইমে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়েছে। এই সুবিধা বঞ্চিত শিশুদের আনন্দ দেখে নিজেদেরও ভাল লাগছে। প্রতিবছর পথশিশুদের জন্য এই ব্যবস্থা থাকবে।
সুবিধা বঞ্চিত শিশুদের খুশি করতে মেলা কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল। তাদের প্রত্যাশা অভিভাবকহীন এই কোমলমতি শিশুদের প্রতি যেন সবাই আন্তরিক হয়।

//টিআর