কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে সাগরপথে অনুপ্রবেশকালে ৩৬ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভের সাবরাং মুন্ডার ডেইলঘাট এলাকায় অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে ২১ জন পুরুষ, ৫ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানিয়েছে, তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, দুপুরের দিকে মেরিন ড্রাইভের মুন্ডার ডেইল এলাকায় রোহিঙ্গারা অনুপ্রবেশ করলে বিজিবি তাদের আটক করে হেফাজতে নেয়।
টেকনাফ-২ বিজিবির মেজর ইশতিয়াক আহমেদ বলেন, সাগরপথে ৩৬ রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে। তাদের পুনরায় মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। অন্যকোন রোহিঙ্গা অনুপ্রবেশ করলে তাদের প্রতিহত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
//টিআর
আপনার মতামত লিখুন :