তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের মৃত্যু


Coxsbazarreport.com প্রকাশের সময় : জানুয়ারী ৭, ২০২৫, ৭:৫৭ পূর্বাহ্ন /
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৫৩ জনের মৃত্যু

ডেস্ক নিউজ :

চীনের অঙ্গ রাষ্ট্র তিব্বতে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কয়েক ডজন মানুষ নিহত এবং আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, চীনের স্থানীয় সংবাদমাধ্যম তিব্বতের শিগাৎসে শহরে এবং এর আশেপাশে কমপক্ষে ৫৩ জন নিহত ও ৬২ জন আহত হওয়ার খবর দিয়েছে। শক্তিশালী এই ভূমিকম্পের জেরে প্রতিবেশি দেশ নেপাল ও ভারতের পাশাপাশি বাংলাদেশেও কম্পন অনুভূত হয়েছে।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো থেকে চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার একজন প্রতিবেদক জানতে পেরেছেন যে, ভূমিকম্পের ঘটনায় তিব্বতের ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও এবং কুওগুও শহরে হতাহতের ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে যোগ করা হয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার।

মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ১ বলে জানিয়েছে।

সিনহুয়ার খবরে বলা হয়েছে, সকাল ১০টার মধ্যে একাধিক ‘আফটারশক’ রেকর্ড করা হয়েছে, যার মধ্যে সবচেয়ে বড়টি ৪ দশমিক ৪ মাত্রার ছিল।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ডিংরি কাউন্টি ও এর আশেপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে। অনেক ভবন ধসে পড়েছে।

//টিআর