কক্সবাজার রিপোর্ট :
কক্সবাজারের টেকনাফ সাগরে জেলেদের জালে ধরা পড়েছে পাঁচ মণ ওজনের একটি বিরল ‘পাখি মাছ’। বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা ভিড় করেন শাহপরীর দ্বীপ জেটি ঘাটের ফিশারিতে।
শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে জেলেরা মাছটি বিক্রির জন্য ফিশারিতে নিয়ে আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রলারের মালিক মোহাম্মদ রফিক।
তিনি জানান, পাখি মাছের বাজারমূল্য কম। মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
ট্রলারের মাঝি জিয়াবুল হক বলেন, ‘‘দুদিন আগে ‘এফবি রফিক’ নামের ট্রলার নিয়ে ১৫ জন জেলেসহ গভীর সাগরে যাই। বৃহস্পতিবার সেন্টমার্টিন সংলগ্ন সাগরে জাল ফেললে অন্যান্য মাছের সঙ্গে এই বিশাল পাখি মাছটি ধরা পড়ে। তবে এ মাছের তেমন চাহিদা না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে। মাছটি ১৫ হাজার টাকায় কিনে নেন ব্যবসায়ী সুলতান আহমদ।’’
টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, এটি ‘পাখি মাছ’ হিসেবে পরিচিত। সাধারণত এ মাছ গভীর সাগরে চলাচল করে এবং দ্রুত গতির কারণে সহজে জালে ধরা পড়ে না। এই মাছ ঘণ্টায় প্রায় ১১০ কিলোমিটার বেগে চলতে পারে।
বিরল এই পাখি মাছ সাধারণত কম দামে বিক্রি হলেও এর আকৃতি এবং গতি আকর্ষণের কারণ হয়ে ওঠে।
//টিআর
আপনার মতামত লিখুন :