তারেকুর রহমান :
কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস-মারধর করে হেনস্তাকারী যুবককে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। হেনস্তার বিষয়টি তিনি স্বীকার করেছেন।
কক্সবাজার জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
হেফাজতে নেয়া মো. ফারুকুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাসিন্দা। তিনি চুনতী হাকিমিয়া কামিল অনার্স-মাস্টার্স মাদরাসার ছাত্র।
ওসি জাবেদ মাহমুদ বলেন, সম্প্রতি কক্সবাজার সমুদ্রসৈকতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস ও লাঠি দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। এঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি আমাদের নজরে আসে। পরে তাকে শুক্রবার রাতে ডিবি হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ঘটনার বিষয়টি ওই যুবক প্রাথমিকভাবে স্বীকার করেছে। তার বিষয়টি জেলা পুলিশের অকিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শাকিল আহমেদ তদারকি করছেন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে রাতে এক নারীকে কান ধরিয়ে ওঠবস করাচ্ছে কিছু মানুষ। চারদিকে ঘিরে ধরা জনতার মাঝে ও নারী কান ধরে ওঠবস করছিলেন। উপস্থিত অনেক উৎসাহী এই দৃশ্যটি মোবাইলে ছবি ও ভিডিও ধারণ করে হাসাহাসি করছেন। ওই নারী কান ধরে ওঠতে বসতে অপারগতা জানালে তাকে লাঠির আঘাত করেন অভিযুক্ত ফারুকল।
//
আপনার মতামত লিখুন :