ডেস্ক নিউজ :
ঢাকা ক্যাপিটালসকে সপ্তম পরাজয়ের স্বাদ দিলো ফরচুন বরিশাল। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম পর্বের উদ্বোধনী ম্যাচে ঢাকাকে ২৪ বল হাতে রেখে ৮ উইকেটে হারিয়েছে। এই জয়ে ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে বরিশাল। অন্যদিকে অষ্টম ম্যাচে সপ্তম পরাজয়ের স্বাদ নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে ঢাকা।
এদিন ঢাকা আগে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের ব্যাটে ভর করে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৯ রান করতে পারে।
রান তাড়া করতে নেমে ৮ রানেই প্রথম উইকেট হারায় বরিশাল। ব্যক্তিগত ২ রানে আবু জায়েদ রাহীর বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে তামিম ইকবাল ও ডেভিড মালান ১১৭ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।
১২৫ রানের মাথায় তামিম ফিরেন ৪৮ বলে ৬টি চার ও ১ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে। থিসারা পেরেরার বলে বোল্ড হওয়ার আগে ঘরের মাঠের দর্শকদের ব্যাটিং ঝলক দেখান। সেখান থেকে মালান ও জাহানদাদ খান মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। মালান ৪১ বলে ৩ চার ও ১ ছক্কায় ৪৯ রানে অঅপরাজিত থাকেন। তার সঙ্গে ৪ বলে ২ ছক্কায় ১৩ রানে অপরাজিত থাকেন জাহানদাদ। ২০টি রান আসে অতিরিক্ত খাত থেকে।
তার আগে টস জিতে ব্যাট করতে নেমে ছন্দহীন ব্যাটিং করে ঢাকা। তাতে দলীয় সংগ্রহও বেশি হয় না। ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে মাত্র ১৩৯ রান। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে আজও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান তানজিদ হাসান তামিম। তিনি ইনিংসের গোড়াপত্তন করতে নেমে ১৭তম ওভারে গিয়ে আউট হন। ৪৪ বলে ২টি চার ও ৪ ছক্কায় খেলেন ৬২ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ফরমানুল্লাহ। ১৬ বলে ১ চার ও ২ ছক্কায় এই ইনিংসটি খেলেন তিনি। এছাড়া লিটন দাস ১৩, মোসাদ্দেক হোসেন ১১ ও সাব্বির রহমান করেন ১০ রান।
বল হাতে বরিশালের তানভীর ইসলাম ৩ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট নেন। ফাহিম আশরাফ ৪ ওভারে ২৩ রান দিয়ে নেন ২টি উইকেট। ম্যাচসেরা হন তামিম ইকবাল।
//টিআর
আপনার মতামত লিখুন :