ডেস্ক নিউজ :
সাইফ আলী খানের হামলাকারীকে শনাক্ত করেছে মুম্বাই পুলিশ। ভবনটির সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়। হামলার পর দ্রুত পালিয়ে যায় ওই দুর্বৃত্ত। যার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইন্ডিয়া টুডেসহ ভারতীয় একাধিক গণমাধ্যম।
ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) দীক্ষিত গেদাম বলেন, “গতকাল দিবাগত রাতে ঘটনাটি ঘটে, একজন অভিযুক্ত সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করে। অভিযুক্ত ব্যক্তি ঘরে প্রবেশের জন্য অগ্নিনির্বাপক সিঁড়ি ব্যবহার করে। এটি চুরির চেষ্টা বলে মনে হচ্ছে। সে সিঁড়ি ব্যবহার করে ঘরে প্রবেশ করেছিল, যা আগুন নিভানোর জন্য ব্যবহৃত হয়ে থাকে। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে দশটি টিম এ মামলার তদন্ত করছে।”
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, রাত ২টা ৩৩ মিনিটে সিঁড়ি বেয়ে নামছে এক ব্যক্তি। তার কাঁধে একটি ব্যাগ রয়েছে। ভবনের সপ্তম তলার সিসি ক্যামেরায় বন্দি হয়েছে ওই ব্যক্তি। তবে তার পরিচয় প্রকাশ করেনি মুম্বাই পুলিশ।
গতকাল দিবাগত মধ্যরাতে সাইফ আলী খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে এক দুর্বৃত্ত ঢুকে পড়ে। সে সময় বাড়ির সবাই ঘুমাচ্ছিলেন। গৃহপরিচারিকা লিমার চিৎকারে ঘুম ভাঙে সাইফের। এরপর ওই দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার সাইফকে আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় অভিনেতাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার শেষে আইসিইউতে রাখা রয়েছে তাকে।
//টিআর
আপনার মতামত লিখুন :