রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর, শিশুর মৃত্যু


Coxsbazarreport.com প্রকাশের সময় : জানুয়ারী ১৬, ২০২৫, ৬:০৯ অপরাহ্ন /
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়লো শতাধিক ঘর, শিশুর মৃত্যু

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফের মোচনী নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে শতাধিক বসতঘর পুড়ে গেছে। আগুনে ৫ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্যাম্পের জি-ব্লকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহত শিশুটির পরিচয় নিশ্চিত করা যায়নি।

টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের ইনচার্জ (যুগ্ম সচিব) আবদুল হান্নান জানান, হঠাৎ করেই ক্যাম্পে আগুন লাগে। স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নেভানো সম্ভব হয়।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ কাউসার সিকদার বলেন, “ক্যাম্পের একটি ঘরে আকস্মিক আগুন লাগার পর মুহূর্তেই তা আশপাশের স্থাপনাগুলোতে ছড়িয়ে পড়ে। এপিবিএন পুলিশ ও স্থানীয় রোহিঙ্গারা আগুন নেভাতে সহযোগিতা করেন। টেকনাফ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে দ্রুত কাজ শুরু করে।”

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘরবাড়ির সংখ্যা শতাধিক এবং এতে ক্যাম্পের শতশত মানুষ গৃহহীন হয়ে পড়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

  • //টিআর