টেকনাফ পাহাড়ে ফের বন্যহাতির মৃত্যু


Coxsbazarreport.com প্রকাশের সময় : জানুয়ারী ১৮, ২০২৫, ৩:৩৬ অপরাহ্ন /
টেকনাফ পাহাড়ে ফের বন্যহাতির মৃত্যু

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের টেকনাফ গহীন পাহাড়ে একটি বন্যহাতির রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটির মৃতদেহ উদ্ধার করা হয়। আনুমানিক ৮-১০ বছর বয়সী হাতিটির মরদেহ স্থানীয়দের মাধ্যমে পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা একটি হাতিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে বনবিভাগের কর্মীরা হাতিটির মৃতদেহ উদ্ধার করেন।

টেকনাফ সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, শনিবার সকালে হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে ৮-১০ বছর বয়সী একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাতিটি পাহাড় থেকে পড়ে গিয়ে মারা গেছে। তবে সঠিক মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে।

উদ্ধারকৃত হাতিটির সুরতহাল শেষে পাহাড়েই মাটিচাপা দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জানুয়ারি বাচ্চা প্রসবের সময় টেকনাফের হোয়াইক্যং বনবিটে একটি মা হাতির মৃত্যু হয়েছে। এ ছাড়া গত বছরের ১৬ আগস্ট উপজেলার বাহারছড়া ইউনিয়নে নোয়াখালীপাড়ায় বিদ্যুতায়িত হয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়।

//টিআর