কক্সবাজার রিপোর্ট ডেস্ক :
সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে গুলশানে বাঁশ ফেলে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে আশেপাশের সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সেখানে অপ্রতিকর ও বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে অর্ধশতাধিক শিক্ষার্থী যান চলাচল বন্ধ করে দেন। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সরেজমিনে দেখা গেছে, তিতুমীর কলেজের মূল ফটকের সামনে ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন করছেন ছয় শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তিতুমীর বিশ্বিবদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, “যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য গাড়ি চলতে দেওয়া হবে না। এখন আমরা লিংক রোড অবরোধ করেছি। কিছু সময় পর অন্যান্য জায়গাগুলোও অবরোধ করে দেওয়া হবে।”
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আল আমিন হোসাইন বলেন, “যেকোনো ধরনের নাশকতা, বিশৃঙ্খলা এবং ধ্বংসযজ্ঞ ঠেকাতে আমরা সতর্ক অবস্থানে রয়েছি। তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে কোনো সমস্যা না। তারা যে দাবি করছে সেটি সরকারের উচ্চ মহলের সিদ্ধান্তের বিষয়। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যা যা করণীয় আমরা সে ব্যাপারে প্রস্তুত রয়েছি।”
শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে জনসাধারণের দুর্ভোগে সৃষ্টি হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এই কর্মকর্তা বলেন, “সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার জন্য আমরা শিক্ষার্থীদের বারবার বোঝানোর চেষ্টা করছি। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে তা বরদাস্ত করবো না।”
এদিকে, মহাখালী এলাকায় বিজিবির সদস্যদেরও সতর্ক অবস্থানে দেখা গেছে। আমতলীতে পুলিশের একটি জলকামানও দেখা গেছে।
//টিআর
আপনার মতামত লিখুন :