কক্সবাজার রিপোর্ট ডেস্ক :
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে আনোয়ারা ড্রেস মেকার্স লিমিটেড ও ফ্রাংক এ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
চট্টগ্রাম শিল্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কায়সার হামিদ বলেন, ‘‘গত নভেম্বর মাস থেকে দুই কারখানার শ্রমিকরা বেতন পাচ্ছেন না। বকেয়া বেতনের দাবিতে সোমবার সকালে সড়ক অবরোধ করেন তারা। বেলা ১২টার দিকে কিছু শ্রমিককে ডিসেম্বর মাসের অর্ধেক বেতন পরিশোধ করে মালিকপক্ষ। এতে আন্দোলনরত শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে পড়ে। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’’
এদিকে, শ্রমিকদের সড়ক অবরোধের ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।
//টিআর
আপনার মতামত লিখুন :