রামুর স্কুল শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ২০২৪ সালের হিসাব নেই ক্যাশ বহিতে


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৫, ২:১০ অপরাহ্ন /
রামুর স্কুল শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, ২০২৪ সালের হিসাব নেই ক্যাশ বহিতে

বার্তা পরিবেশক :

কক্সবাজারের রামু জোয়ারিয়ানালা হাজী মোহাম্মদ সাঁচি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের বিরুদ্ধে ব্যাপক দূর্নীতির অভিযোগ উঠেছে। তিনি তৎকালিন সরকারের এক সংসদ সদস্যের নাম ভাঙ্গীয়ে আরো কিছু শিক্ষক-কর্মচারী নিয়ে সিন্ডিকেট করে একেরপর এক অপকর্ম করে হাতিয়ে নিয়েছে টাকা। ওই সিন্ডিকেট দীর্ঘ দিন শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত অর্থ বিনা রশিদে আদায় করেছে। এ নিয়ে ক্লিন ইমেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকের মাঝে হতাশার পাশাপাশি ক্ষোভ কাজ করছে। অভিযোগ উঠে তিনি তৎকালিন সাবেক সংসদ সদস্যের আশীর্বাদ পুষ্ট ম্যানেজিং কমিটির সদস্যদের দিয়ে সব কিছু ম্যানেজ করতেন। তিনি আদায়কৃত অর্থ বিদ্যালয়ের ক্যাশ বহিতে যথাযথ ভাবে লিপিবদ্ধ করেননি। হিসাবের খাতায় ফ্লুইড মেরে ঘষামাজা করে হিসাব মিলানোর চেষ্টা করেছেন। গত বছরের এক জানুয়ারী থেকে তার ছুটিতে যাবার দিন পর্যন্ত ক্যাশ বহিতে কোন লেনদেন লিপিবদ্ধ করেননি। বিদ্যালয়ের ক্যাশ বহি তার জ্বলন্ত প্রমাণ। এছাড়া তার বিরুদ্ধে আব্দুল কাইয়ুম নামে একজন রোহিঙ্গা কে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দিয়ে জাতীয় পরিচয় পত্র পেতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে তথ্য গোপন রেখে বাংলায় নিবন্ধন ধারী এক জনকে সামাজিক বিজ্ঞানে সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ দেয়ার অভিযোগও আছে। যা এখন এনটিআরসিএ কর্তৃক তদন্তধীন। এছাড়া যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। আজিজুল হকের বিরুদ্ধে ক্যাশ বহি জালিয়াতি সহ নানা অপকর্মেও সত্যতা সর্ম্পকে জানতে ওই প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তলিব উল্লাহ সিদ্দিকী’র সাথে কথা হলে তিনি বলেন, প্রতিষ্ঠানের হিসাব গড়মিল রয়েছে। ২০২৪ সালের কোন হিসাব পাওয়া যায়নি। যা একটি শিক্ষা প্রতিষ্ঠানের জন্য খুবই দুঃখ্যজনক। এ অবস্থায় বিষয়টি সরেজমিনে তদন্ত করে আজিজুল হকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন করেছে সকল শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণ।

এইচ/টিআর