আগে চব্বিশের গণহত্যার বিচার, তারপর অন্য কাজ: শফিকুর রহমান


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৮, ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন /
আগে চব্বিশের গণহত্যার বিচার, তারপর অন্য কাজ: শফিকুর রহমান

কক্সবাজার রিপোর্ট :

চব্বিশের গণহত্যার বিচার আগে করতে হবে, তারপর অন্য কাজ এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে বক্তব্য দেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘‘আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না, তবে অপরাধের বিচার চাই। প্রতিটি হত্যার বিচার হতে হবে, বিশেষ করে ২৪-এর গণহত্যার বিচার অবশ্যই করতে হবে। আগে ন্যায়বিচার, তারপর অন্য কিছু। তা না হলে শহীদের আত্মা কষ্ট পাবে।’’

বাংলাদেশে সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভেদ তৈরি করে বিভিন্ন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন চালানো হয়েছে দাবি করে তিনি বলেন, ‘‘যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তারা সবাই গর্বিত নাগরিক। ইসলাম কারও ওপর জোর খাটানোর অধিকার দেয় না, তেমনি অন্য ধর্মও ইসলাম বা কোনো ধর্মের ওপর জোর খাটাতে পারে না।’’

তিনি বলেন, ‘‘বিভিন্ন সময় ধর্মীয় বিভেদের মাধ্যমে সম্পদ দখল, জায়গা-জমি গ্রাস, এমনকি নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটেছে। ঘরবাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এই সব কর্মকাণ্ডের জন্য জামায়াতকে দোষারোপ করা হয়েছে।’’

ভিন্ন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা স্বাধীনতার ৫৪ বছরে কোথায় জামায়াতের কর্মীরা অন্যায় করেছে, তার সুস্পষ্ট তথ্য-প্রমাণ দিন। আমরা ন্যায়বিচারের নিশ্চয়তা দেব। আমরা বিশ্বাস করি, এসব অপকর্মের সঙ্গে আমাদের কোনো সহকর্মী জড়িত নয়।’’

চব্বিশের আন্দোলনকারীদের প্রতি সম্মান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘‘সাড়ে ১৫ বছর আমরা আন্দোলন করেছি, কিন্তু স্বৈরাচারকে পরাজিত করতে পারিনি। তবে ধারাবাহিক সংগ্রামের ফলে ফ্যাসিবাদকে পরাজিত করা সম্ভব হয়েছে।’’

শফিকুর রহমান বলেন, ‘‘বিচারব্যবস্থা স্বাধীন হলে দেশের মানুষ আরও ভালো অবস্থায় থাকত। কিন্তু এখনো সত্যিকারের স্বাধীন বিচারব্যবস্থা পাইনি।’’

তিনি আরও বলেন, ‘‘যারা বেআইনি কাজ করেছে, প্রধান বিচারপতির দরজায় লাথি মেরেছে, তাদেরই সুপ্রিম কোর্টের বিচারপতি বানানো হয়েছে। এদের কাছ থেকে সঠিক বিচার আশা করা যায় না।’’

জামায়েতর শীর্ষ এই নেতা অভিযোগ করেন, ‘‘আমাদের ১১ জন শীর্ষ নেতা বিচারিক হত্যার শিকার হয়েছেন। তাদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”

সাবেক আইজিপি বেনজীর আহমেদের সাম্প্রতিক বক্তব্য নিয়ে পুলিশের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ‘‘আপনারা কোনো ষড়যন্ত্রের ফাঁদে পা দেবেন না।’’

জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারির সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

//টিআর