কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত


Coxsbazarreport.com প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৫, ৪:৩৮ পূর্বাহ্ন /
কক্সবাজারে নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত
কক্সবাজার রিপোর্ট :
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫-এর আলোকে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজার সদর উপজেলার স্টিয়ারিং কমিটির চতুর্থ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে কক্সবাজার বাস টার্মিনালস্থ বিএডিসি হলরুমে অনুষ্ঠিত সভায় স্থানীয় পর্যায়ে নারী নিরাপত্তা, ক্ষমতায়ন এবং শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডার্স (জিএনডব্লিউপি)-এর সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) পরিচালিত ‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় গত নভেম্বরে, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে তিনটি সভা অনুষ্ঠিত হয়েছিল।
অনুষ্ঠিত সভায় বিগত সভার কার্যবিবরণী উপস্থাপন, চ্যালেঞ্জ, সমন্বয় সাধন, বাস্তবায়িত কার্যক্রম ও গৃহীত সিদ্ধান্তগুলোর ওপর আলোকপাত করা হয়। একই সাথে সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত কর্মশালার অভিজ্ঞতা শেয়ার করেন অংশগ্রহণকারী স্টিয়ারিং কমিটির দুই সদস্য মাইন উদ্দিন হাসান শাহেদ ও সুরাইয়া আক্তার। পাশাপাশি আগামী সভাগুলোতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যুক্ত করে করণীয় নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন স্টিয়ারিং কমিটির সদস্য সুরাইয়া আক্তার। যৌথভাবে সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের মাঠ সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান ও কক্সবাজার স্টিয়ারিং কমিটির সমন্বয়ক এবং প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।
সভায় সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, সাবেক জেলা পরিষদ সদস্য হুমাইরা বেগম, সাংবাদিক মাইন উদ্দিন হাসান শাহেদ, কক্সবাজার নাগরিক আন্দোলনের সমন্বয়ক কলিম উল্লাহ, কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক ইয়াছিন আরা বেগম, আদিবাসী ফোরাম কক্সবাজারের সদস্য মা টিন টিনসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি বক্তব্য রাখেন।
এছাড়াও জিএনডব্লিউপি-এর বাংলাদেশ প্রতিনিধি পাহিমা আহমেদ ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশগ্রহণকারীদের বক্তব্য শুনেন।
//