ঢাকায় লেজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত


Coxsbazarreport.com প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৫, ৭:২২ পূর্বাহ্ন /
ঢাকায় লেজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ডেস্ক নিউজ :

দেশের হোটেল ও রিসোর্ট শিল্পের পেশাজীবীদের একত্রিত করে সম্প্রীতি ও সহযোগিতার সেতুবন্ধন গড়ে তুলতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে লেজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের ইফতার মাহফিল।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর এক অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হোটেল ও রিসোর্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। ইফতার আয়োজনের মধ্য দিয়ে এ খাতের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি, অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও মতামত বিনিময় করেন।

অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় হোটেল ব্যবস্থাপকসহ বাংলাদেশ হোটেল ও রিসোর্ট শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা একসঙ্গে ইফতার করেন এবং দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়নে কীভাবে একযোগে কাজ করা যায়, সে বিষয়ে আলোচনা করেন।

লেজার হোটেলিয়ার্স অব বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এই ধরনের আরও অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে হোটেল ও রিসোর্ট শিল্পের উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্রকে আরও সম্প্রসারিত করা হবে।
//