কক্সবাজার রিপোর্ট :
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ে বিশ্ব আবহাওয়া দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে।
রোববার (২৩ মার্চ) ঝাউতলাস্থ আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় “আগাম সতর্কবার্তার সমীবদ্ধতা হ্রাসে সম্মিলিত প্রয়াস” প্রতিপাদ্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
মো. আব্দুল হান্নান বলেন, “আগাম সতর্কবার্তা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবারের প্রতিপাদ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সঠিক ও সময়োপযোগী আগাম সতর্কবার্তা জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর অবদান রাখছে।”
তিনি আরও বলেন, ‘‘দুর্যোগ ঝুঁকি হ্রাস, কৃষি, নগর পরিকল্পনা এবং জরুরি সেবাসহ প্রতিটি ক্ষেত্রে আবহাওয়া পূর্বাভাসের গুরুত্ব অপরিসীম।’’
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আবহাওয়া সহকারী কাজী হুমায়ুন রশীদ, মো. আলমগীর, দুলাল চন্দ্র দাশ, মুজিবুল হক, মো. শাহাদাত হোসেন, জাহাঙ্গির আলম, কমল কান্তি পাল, সালমা খাতুন, রীনা পাল, মুবিন কুতুবী, মাহাবুব ও মোমেন প্রমুখ।
//
আপনার মতামত লিখুন :