কক্সবাজারে জুমার খুতবার আগে অসংক্রামক রোগ প্রতিরোধের বার্তা প্রচার


Coxsbazarreport.com প্রকাশের সময় : মার্চ ২৮, ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন /
কক্সবাজারে জুমার খুতবার আগে অসংক্রামক রোগ প্রতিরোধের বার্তা প্রচার

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারে জুমার নামাজের খুতবার আগে উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা কার্যক্রম চালানো হয়েছে। বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রামের আওতায় জাইকা স্বাস্থ্য-২ প্রকল্পের উদ্যোগে সদর, রামু ও চকরিয়া উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এর কারিগরি সহায়তা দিচ্ছে শেড ফাউন্ডেশন ও বাডাস।

কর্তৃপক্ষ জানায়, উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট এলাকার কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন সাব-সেন্টার, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার ও জেলা সদর হাসপাতালের এনসিডি কর্নারে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সেবা ও ওষুধ বিনামূল্যে দেওয়া হচ্ছে।

এ কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের সিভিল সার্জন ডা. মোহাম্মদুল হকের অনুরোধে এবং ইসলামিক ফাউন্ডেশন, কক্সবাজারের উপপরিচালক ফাহমিদা বেগমের নির্দেশনায় জেলার সদর, রামু ও চকরিয়া উপজেলার প্রায় এক হাজার ইমাম জুমার নামাজের খুতবার আগে অসংক্রামক রোগ প্রতিরোধের বার্তা প্রচার করেছেন। এসব বার্তায় সুষম খাবার গ্রহণ, নিয়মিত ব্যায়াম, ওজন নিয়ন্ত্রণ, ধূমপান ও তামাক বর্জন, অতিরিক্ত লবণ গ্রহণ পরিহার, দুশ্চিন্তামুক্ত থাকা এবং ৪০ বছর বা তার বেশি বয়সীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, কক্সবাজারের সভাপতি ও বড়বাজার জামে মসজিদের খতিব শায়েখ মুহাম্মদ কামাল উদ্দিন জুমার খুতবায় বলেন, ‘‘উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে এবং জীবনযাপনে পরিবর্তন আনতে হবে। জনস্বার্থে আমাদের এ প্রচারণা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’’

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ও জেলা কোরটিমের সদস্যবৃন্দ এবং জাইকা স্বাস্থ্য ২ প্রকল্প, শেড ফাউন্ডেশনের কমিউনিটি হেলথ্ কো-অর্ডিনেটর মোঃ আবদুস শুকুর উপস্থিত ছিলেন।

//