নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলায় নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক উপজেলা স্টিয়ারিং কমিটির ৬ষ্ঠ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জাতীয় কর্মপরিকল্পনার স্থানীয়করণ, নারী নিরাপত্তা, ক্ষমতায়ন ও শান্তি প্রতিষ্ঠায় বাস্তবধর্মী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৬ মে) বিকেল ৩টায় কক্সবাজার বাস টার্মিনালসংলগ্ন বিএডিসি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল। সভায় আলোচনায় অংশ নেন স্টিয়ারিং কমিটির সদস্য ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
‘‘টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশি নারীদের ক্ষমতায়ন’’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ সভায় বলা হয়, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার চারটি মূল স্তম্ভ—অংশগ্রহণ, প্রতিরোধ, সুরক্ষা ও পুনর্বাসন—সুনির্দিষ্টভাবে বাস্তবায়নে নিয়মিত মাসিক কর্মপরিকল্পনা গ্রহণ জরুরি।
সভায় বিগত সভার সিদ্ধান্ত পর্যালোচনার পাশাপাশি নারীর শান্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ, বাল্যবিবাহ ও যৌন হয়রানি প্রতিরোধ, মাদক বিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম, এবং প্রান্তিক নারীদের জন্য নিরাপদ সেবা নিশ্চিত করতে থানায় নারী ও শিশু হেল্প ডেক্সের কার্যকারিতা নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সক্রিয়তা তদারকির সিদ্ধান্তসহ শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস)-এর সমন্বয়কারী এসজেডএম আবু রায়হান, স্টিয়ারিং কমিটির সদস্য সুব্রত দত্ত, পাপিয়া রাণী দে, মা টিন টিন, কলিম উল্লাহ, মাইন উদ্দিন হাসান শাহেদ, সুরাইয়া আক্তার, হুমাইরা বেগমসহ অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ও প্রকল্প সমন্বয়কারী মো. শফিকুল ইসলাম ফরাজী।
উল্লেখ্য, নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে কক্সবাজারে উপজেলা স্টিয়ারিং কমিটি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) যৌথভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
//
আপনার মতামত লিখুন :