শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা


Abdullah Nayan প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৪, ১:১৪ অপরাহ্ন /
শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা

রাজধানীর রুপনগরে শামীম হাওলাদার নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে ভিকটিমের চাচাতো ভাই মো. সম্রাট এই মামলার আবেদন করেন।

এ সময় আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে এ বিষয়ে কোনও জিডি বা অপমৃত্যুর মামলা হয়েছে কিনা তা আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে রুপনগর থানা পুলিশকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাহবুবুল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল হোসেন খান নিখিল, সাবিনা আক্তার তুহিন, শাহেদা তারেক দীপ্তি, কামাল আহমেদ মজুমদার, গাজী মেজবাউল হক সাচ্চু প্রমুখ।

গত ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে মিরপুর-১০ নম্বর সংলগ্ন প্রশিকা মোড়ে উপরোক্ত আসামিদের নির্দেশে গুলিতে শামীম হাওলাদার নিহত হয় বলে মামলায় অভিযোগে উল্লেখ করা হয়।