টেকনাফে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৪:৫১ পূর্বাহ্ন /
টেকনাফে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

তারেকুর রহমান :

কক্সবাজারের টেকনাফে তাহমিনা আক্তার (৭) নামে এক শিশুর বস্তাবন্দি মরেদহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাহমিনা আক্তার শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়ার মো. জলিলের মেয়ে।

স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, শনিবার সকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় তাহমিনা। দীর্ঘসময় ধরে সন্ধান না মেলায় পুলিশকে অবগত করে পরিবার। পরে রাত ৯টার দিকে এলাকাবাসী শাহপরীর দ্বীপে একটি বাড়ির সামনে বস্তাবন্দি মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
//