কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ২২, ২০২৪, ৯:০৮ পূর্বাহ্ন /
কক্সবাজারে ব্যাগভর্তি ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

তারেকুর রহমান :

কক্সবাজারে ব্যাগভর্তি ৩৫ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। এসময় মাদকপাচারে সহযোগীতা করার অভিযোগে সিএনজিচালিত অটোরিকশা চালককেও আটক করা হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক জাহাঙ্গীর আলম (৫০) ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ আদালতে কর্মরত পুলিশ কনস্টেবল। জাহাঙ্গীর দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য হিসেবে চাকরিরত ছিলেন।

অটোচালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা বলেন, শনিবার রাত ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেয়। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে অটোরিকশাচালক শামসুলকেও আটক করা হয়।

তিনিও আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

//