সাগরে ভাসছিল নিখোঁজ জেলের লাশ


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৪, ৭:০১ পূর্বাহ্ন /
সাগরে ভাসছিল নিখোঁজ জেলের লাশ

তারেকুর রহমান :

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শিলখালী সৈকত পয়েন্ট থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন স্থানীয়রা।

এর আগে, রোববার বিকেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মোহাম্মদ রাসেল (২০)। তিনি বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা নতুন বাজার এলাকার ইসহাক আহমদের ছেলে।

নিহতের চাচা সেলিম উল্লাহ বলেন, প্রতিদিনের মতো গতকাল বিকেলে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রাসেল। অনেক খোঁজাখুঁজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে সাগরে তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা গিয়ে উদ্ধার করেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জাহাজপুরা এলাকায় এক জেলের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। মরদেহ নিহতের বাড়িতে রয়েছে।

//