কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত


Coxsbazarreport.com প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৪, ২০২৪, ১২:০৩ অপরাহ্ন /
কক্সবাজারে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত

তারেকুর রহমান :

বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান। তিনি বলেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছেন এই আবহাওয়াবিদ।

//