কক্সবাজারের টেকনাফে আবদুল আমিন নামের এক জেলের বড়শিতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি কোরাল মাছ।
শুক্রবার (সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শাহ পরীর দ্বীপ জেটি ঘাটে নাফ নদীতে মাছটি ধরা পড়লেও রোববার সেই ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে আসার পর বিষয়টি জানাজানি হয়।
জানা গেছে, ওইদিনই মাছটি সাবরাং ইউপি বাজারে মাছ ব্যবসায়ী মোহাম্মদ আলম ২৭ হাজার টাকায় কিনে নেন।
জেলে আবদুল আমিন বলেন, প্রায় ছয় বছর ধরে নাফ নদীতে নৌকা নিয়ে মাছ ধরা বন্ধ রয়েছে। কয়েক দিন ধরে নাফ নদীতে জেলেদের বড়শিতে বড় বড় কোরাল মাছ ধরা পড়ছে। শুক্রবার বিকেলে জেটিতে বসে বড়শি ফেলেন প্রায় ২০ মিনিট পর বড়শি টেনে তোলার চেষ্টা করেন তিনি। কিন্তু বড়শি বেশ ভারি মনে হওয়ায় আরও একজনের সহযোগিতা নেন।
তিনি বলেন, ‘বড়শি টেনে তুলে দেখি একটি বড় কোরাল মাছ আটকা পড়েছে। মাছটির ওজন ছিল প্রায় ২৫ কেজি।’
টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নাফ নদীতে প্রায় সময় বড় বড় কোরাল মাছ পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়।
সিবিআর/টিআর
আপনার মতামত লিখুন :