সমুদ্রে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ
Coxsbazarreport.com
প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৪, ৭:০৯ পূর্বাহ্ন /
০
ওমর ফারুক হিরু :
কক্সবাজারে সাগরে গোসলে নেমে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) সকাল ৯ টায় কক্সবাজার সমুদ্র সৈকতের শৈবাল পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে বলে জানান, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মো. মাসুদুল ইসলাম।
নিখোঁজ আজমাইনুল হক (১২) কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া এলাকার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার ভোকেশনাল ইনস্টিটিউটের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
নিখোঁজের স্বজনদের বরাতে মাসুদুল ইসলাম বলেন, সোমবার সকালে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে আজমাইনসহ ৬ বন্ধু মিলে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে তিনজন ভেসে যায়। এসময় সেখানে উপস্থিত অন্য বন্ধুদের চিৎকারে স্থানীয় লাইফগার্ড কর্মিরা তাদের উদ্ধারে নামেন। এতে দুইজনকে মুমূর্ষাবস্থায় উদ্ধার করা গেলেও অপর একজন ভেসে যায়। পরে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজেও তার সন্ধান পাওয়া যায়নি।
ট্যুরিস্ট রিজিয়নের পুলিশ সুপার বলেন, নিখোঁজ স্কুলছাত্রের সন্ধানে সাগরের বিভিন্ন পয়েন্টে বিচকর্মি ও লাইফগার্ড কর্মিদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
//টিআর
আপনার মতামত লিখুন :