তারেকুর রহমান :
কক্সবাজার সমুদ্রে গোসল করার সময় স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ স্কুলছাত্র আজমাইনুল হকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের সমিতিপাড়া পয়েন্টে তার মরদেহ ভেসে আসে। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে নিয়ে যায়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে
সমুদ্রসৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হয় স্কুলছাত্র আজমাইনুল হক। সে কক্সবাজার পলিটেকনিক স্কুল এ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র এবং শহরের ৭ নম্বর ওয়ার্ড দক্ষিণ রুমালিয়ারছড়ার করিমুল হকের ছেলে।
কক্সবাজার জেলা প্রশাসনের বীচকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, সকালে স্কুল থেকে আসা ৯ জন ছাত্রের একটি দল সমুদ্রসৈকতে আসে। তারা একসঙ্গে সৈকতে ফুটবল খেলার পর সকাল সাড়ে ৮টার দিকে সাগরে গোসলে নামে। এক পর্যায়ে ২ বন্ধু ভেসে যেতে থাকলে অন্যান্য বন্ধু ও স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করতে পারলেও অপরজন নিখোঁজ ছিল।
//
আপনার মতামত লিখুন :