ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন কক্সবাজারের কৃতি সন্তান মুফিদুল আলম। দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ কর্মকর্তাকে জেলা ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। এর আগে মুফিদুল আলম স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের প্রত্যাহার শুরু হয়। গত ২০ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করে ২৫ ডিসিকে প্রত্যাহার করে নেওয়া হয়।
টিআর
আপনার মতামত লিখুন :