গোলাম আজম খান :
সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধকরণ ও ভ্রমণ সীমিতকরণের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে সেন্টমার্টিন্স দ্বীপে পরিবেশ ও পর্যটন উন্নয়ন জোট নামে একটি সংগঠন।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এই মানববন্ধনে বলা হয় সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয় সেন্টমার্টিন্স দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধকরণ এবং পর্যটক আগমন সীমিত করার প্রস্তাব করা হয়েছে।
বক্তারা জানান সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে কক্সবাজারের পর্যটন শিল্পে বিরূপ প্রভাব পড়বে এবং পর্যটন শিল্পে জড়িত সেন্টমার্টিন্স দ্বীপ সহ কক্সবাজারের লক্ষাধিক মানুষ অর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হবে। তারা বলেন সেন্টমার্টিন্স দ্বীপের পরিবেশ প্রতিবেশ যেমন রক্ষা করতে হবে তেমনি দ্বীপের বাসিন্দাদের রুটি রোজগারের স্বার্থে পর্যটনও রক্ষা করতে হবে।
সেন্টমার্টিন্স দ্বীপে পরিবেশ বান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পরিবেশ ও জীব বৈচিত্র্য সুরক্ষার জন্য লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়।
একই সঙ্গে তারা বেশ কয়েকটি দাবি তুলে এই জোট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপিও দিয়েছে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সম্প্রতি বন ও পরিবেশ মন্ত্রণালয় সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের রাত্রিযাপন নিষিদ্ধকরণ এবং পর্যটক আগমন সীমিত করার প্রস্তাব করেছে।
বক্তারা বলেন, সরকার এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করলে কক্সবাজারের পর্যটনশিল্পে বিরূপ প্রভাব পড়বে এবং পর্যটনশিল্পে জড়িত সেন্ট মার্টিন দ্বীপসহ কক্সবাজারের লক্ষাধিক মানুষ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে।
তাদের মতে, সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ যেমন রক্ষা করতে হবে, তেমনি দ্বীপের বাসিন্দাদের রুটি-রুজির স্বার্থে পর্যটনও রক্ষা করতে হবে।
তারা সেন্ট মার্টিন দ্বীপকে পরিবেশবান্ধব পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় প্রয়োজনীয় সংস্কারের জন্য সরকারের কাছে দাবি জানান।
মানববন্ধন শেষে কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পাঠানো হয়।
ওই স্মারকলিপিতে সেন্ট মার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট ১৮টি প্রস্তাবনা তুলে ধরে।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) ভারপ্রাপ্ত সভাপতি এম এম সাদেক লাবু, সেন্ট মার্টিনস দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা-উন্নয়ন জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরাইশী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি মাহবুবর রহমান, সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মফিজুর রহমান মফিজ, জেলা বিএনপি নেতা রাশেদ মোহাম্মদ আলী প্রমুখ।
এই কর্মসূচিতে জোটভুক্ত ছিল ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক), হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন অব সেন্টমা র্টিনস, সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কুয়াব), রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন অব সেন্ট মার্টিনস, বাংলাদেশ স্লিপার এসি বাস মালিক সমিতি, সেন্ট মার্টিন বাজার দোকান ব্যবসায়ী সমবায় সমিতি লি., বোট মালিক সমবায় সমিতি, স্পিড বোট মালিক সমবায় সমিতি, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সেন্ট মার্টিনস, সেন্ট মার্টিন মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতি, সেন্ট মার্টিন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীবৃন্দ, ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যয়নরত সেন্ট মার্টিনের শিক্ষার্থীবৃন্দ এবং সেন্ট মার্টিন অটোরিকশা মিনি টমটম ও ভ্যান মালিক সমবায় সমিতি লি.।
//টিআর
আপনার মতামত লিখুন :