টেকনাফে অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা


Coxsbazarreport.com প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৪, ৪:০৪ অপরাহ্ন /
টেকনাফে অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৪০ লাখ টাকা

গোলাম আজম খান

কক্সবাজারের টেকনাফে অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি পুড়ে গেছে। এতে প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টার টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উলুবনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সৈয়দ আকবরের ছেলে আবুল কাশেম লালুর ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়। পরে আগুন পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে।

আশপাশের লোকজন দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপণ টিম এসে আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এসময়ের মধ্যে প্রায় ১১ টি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী জানিয়েছেন , উলুবনিয়া এলাকায় ১১টি ঘর পুড়ে গেছে । বিষয়টি উর্ধ্বতন সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে সহযোগিতা করা হবে।

//টিআর