রামুতে যুবককে কুপিয়ে হত্যা


Coxsbazarreport.com প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৪, ৪:৫৪ পূর্বাহ্ন /
রামুতে যুবককে কুপিয়ে হত্যা

কক্সবাজার রিপোর্ট :

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের শুকমনিয়া এলাকায় আর্থিক লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে মো. শাহাবুদ্দীন মিয়া (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী।

নিহত মো. শাহাবুদ্দীন মিয়া কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া গ্রামের এমদাদ মিয়া প্রকাশ টুক্কুর ছেলে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানিয়েছেন, শাহাবুদ্দীন ও স্থানীয় ওবাইদুল হক আকবরের মধ্যে আর্থিক লেনদেনের জের ধরে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় কুপিয়ে আহত শাহাবুদ্দীনকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

হিরু/টিআর