তারেকুর রহমান:
পরিবার পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় কক্সবাজারের টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়ন চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে।
এই অর্জনের স্বীকৃতিস্বরূপ বাহারছড়া ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য (মহিলা মেম্বার) জুহুরা বেগমকে ক্রেস্ট প্রদান করেন পরিবার পরিকল্পনা বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. অং সুই প্রু মারমা।
সোমবার (১৪ জুলাই) চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এ সময় পরিবার পরিকল্পনা কার্যক্রমে ইউনিয়ন পর্যায়ে সফল বাস্তবায়নের জন্য বাহারছড়া ইউনিয়নের সংশ্লিষ্টদের ভূয়সী প্রশংসা করা হয়।
পরিবার পরিকল্পনা সচেতনতা ও মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগে নেতৃত্ব দেওয়ায় বাহারছড়া ইউনিয়ন এ সম্মাননা অর্জন করেছে বলে জানান আয়োজকরা।
//
আপনার মতামত লিখুন :