জুলাই অভ্যুত্থান স্মরণে বিএনপির মঞ্চে বিভিন্ন দলের নির্বাচনী আকাঙ্ক্ষা


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৬:০৭ পূর্বাহ্ন / ০ Views
জুলাই অভ্যুত্থান স্মরণে বিএনপির মঞ্চে বিভিন্ন দলের নির্বাচনী আকাঙ্ক্ষা

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

গতকাল (মঙ্গলবার) জুলাই মাসের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা অংশ নেন। তাদের বক্তব্যে উঠে আসে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য জোট, ঐক্য ও ক্ষমতায়ন নিয়ে প্রত্যাশা ও কৌশল।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার উপস্থিতিতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামি, জমিয়তে উলামায়ে ইসলাম, হেফাজতপন্থী নেতা জুনাইদ আল হাবিবসহ অনেকে। অধিকাংশ বক্তা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান পরিষ্কার করেন এবং নিজেদের নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দেন।

বক্তব্যে উঠে আসে বিএনপিকে “বড় দল” হিসেবে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান, ছোট দলগুলোকে আস্থায় নেওয়ার প্রয়োজনীয়তা এবং বিভক্তির রাজনীতিকে এড়িয়ে সত্যিকারের গণঐক্যের আহ্বান।

তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস ও সিপিবির মতো দলগুলো আমন্ত্রণ পেলেও অংশ নেয়নি। জামায়াতের একজন কেন্দ্রীয় নেতা অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন এবং সংক্ষিপ্ত বক্তব্য দেন।

এই অনুষ্ঠানকে ঘিরে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগস্টের মধ্যেই রাজনৈতিক জোটগুলোর অবস্থান ও নির্বাচনী কৌশল অনেকটাই পরিষ্কার হয়ে যাবে।