বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এবং ধর্মীয় সহাবস্থান রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,
“ধর্মীয় উপাসনালয়ে কেউ আক্রমণ চালালে বা ধর্মানুভূতিতে আঘাত করলে তাকে রেহাই দেওয়া হবে না। রাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে।”
আজ বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার শহরের কৃষ্ণানন্দধাম মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এখানে তিনি ‘মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের’ ষষ্ঠ পর্যায়ের একটি কেন্দ্র ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
এর আগে, ধর্ম উপদেষ্টা মন্দিরে পৌঁছালে সনাতন ধর্মাবলম্বী মানুষজন শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ফুল ছিটিয়ে তাঁকে বরণ করেন। সংক্ষিপ্ত আলোচনায় তিনি সততা, ন্যায়নিষ্ঠা এবং পারস্পরিক ভালোবাসা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পরিমল কান্তি শীল, সহকারী পরিচালক রণজিৎ বাড়ৈ, কৃষ্ণানন্দধাম পরিচালনা কমিটির সভাপতি দুলাল চন্দ্র দে এবং সনাতন ধর্মের নেতৃবৃন্দসহ সরকারি কর্মকর্তারা।
আপনার মতামত লিখুন :