কক্সবাজারের কুতুবদিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চারটি ফার্মেসিকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২ জুলাই) বিকালে উপজেলার ধুরুং বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও অনিয়ম পাওয়া যায়।
মালেক শাহ ফার্মেসিকে ১০ হাজার, সেবা মেডিকেল হলকে ৫ হাজার, লোকনাথ ফার্মেসিকে ৩ হাজার এবং নকীব ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর আব্দুল মালেক ও স্থানীয় পুলিশ সদস্যরা।
আপনার মতামত লিখুন :