অন্তর্বর্তী সরকারের গঠিত পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির প্রথম বৈঠক আজ রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বিশ্রামাগারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা, শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, আঞ্চলিক পরিষদের সদস্য গৌতম কুমার চাকমা এবং যুগ্ম সচিব কংকন চাকমা।
সরকারি সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর আবেদনের প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি এ কমিটি গঠন করা হয়। সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এই কমিটি পার্বত্য চুক্তির বাস্তবায়ন, পরিবীক্ষণ এবং সংশ্লিষ্ট সমস্যা সমাধানে ভূমিকা পালন করবে। প্রয়োজনে সরকারের কাছে সুপারিশও করতে পারবে।
বৈঠকে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিটির সদস্যরা বলেন, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া নতুনভাবে গতিশীল করতে হবে। এই বৈঠক ভবিষ্যৎ পদক্ষেপের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে মত দেন সংশ্লিষ্টরা।
স্থানীয় পর্যায়ে বৈঠক আয়োজন করায় অনেকেই আশাবাদী হয়েছেন, যে এবার হয়তো বাস্তবায়নের কাজ দৃশ্যমান হবে।
আপনার মতামত লিখুন :