‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’: কক্সবাজার থেকে পাঁচ জেলায় শুরু এনসিপির কর্মসূচি


Coxsbazarreport.com প্রকাশের সময় : জুলাই ১৯, ২০২৫, ৬:৪২ পূর্বাহ্ন /
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’: কক্সবাজার থেকে পাঁচ জেলায় শুরু এনসিপির কর্মসূচি

কক্সবাজার রিপোর্ট ডেস্কঃ

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে আজ থেকে কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার রাতেই কক্সবাজারে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম ও অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আজ সকাল ১০টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক ধরে এগিয়ে গিয়ে পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়, যেখানে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা ব্যাপক অংশগ্রহণ করেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এস এম সুজা উদ্দিন জানান, এই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির মাধ্যমে দেশের যুব সমাজের মধ্যে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি এবং গণজাগরণ ঘটানোর লক্ষ্যে কাজ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, পদযাত্রাটি কক্সবাজারে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

সুজা উদ্দিন আরও বলেন, “কক্সবাজার একটি আন্তর্জাতিক পর্যটন শহর হিসেবে পরিচিত। তাই এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পদযাত্রার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”

কক্সবাজার জেলা এনসিপির সংগঠক ওমর ফারুখ জানান, পদযাত্রার পর কেন্দ্রীয় নেতারা চকরিয়া, ঈদগাঁও ও রামু উপজেলার বিভিন্ন এলাকায় পৌঁছে জনসাধারণের সঙ্গে মতবিনিময় করবেন এবং দলীয় লিফলেট বিতরণ করবেন। তিনি বলেন, “এই কর্মসূচির মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য হলো দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে মজবুত করা এবং সবার মধ্যে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনকে সামনে রেখে সক্রিয় ভূমিকা রাখা।”

পদযাত্রা কর্মসূচির ফলে কক্সবাজারসহ অন্যান্য জেলায় রাজনৈতিক উত্তেজনা বাড়লেও এনসিপি নেতারা সকলকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তারা বিশ্বাস করেন, ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি দেশের গণতন্ত্র রক্ষায় একটি গুরুত্বপূর্ণ আন্দোলন হিসেবে মনে হবে।